দাউদকান্দি উপজেলার বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী তিনি বরকোটা স্কুল এন্ড কলেজ, চিনামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিনামুড়া এল. এন উচ্চ বিদ্যালয়, বিটেশ্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, খানে বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমার বাড়ি আমার খামার প্রকল্প, দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিস, দাউদকান্দি মডেল থানা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন এবং পরিশেষে ইলিয়টগঞ্জ বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেন । এসময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, জেলা সহকারী কমিশনার ( গোপনীয় শাখা) মো: আশরাফ আলী, জেলা সহকারী কমিশনার ( আইসিটি ও ফ্রন্টডেস্ক) মাহমুদুল হাসান রাসেল, জেলা সহকারী কমিশনার ( জেলা রেকর্ডরুম) অমিত দও সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।