কুমিল্লা জেলার দাউদককান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালিয়ারদ্রোন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের কবির মেম্বার ও তার ছেলেদের হামলায় একই পরিবারের নয় জন আহত হয়েছেন। আজ সোমবার ইউনিয়নের বালিয়ারদ্রোন গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো রুনা আক্তার (১৬) পারভীন(২০) তাহজমহল (৬০) সামছুল হক (৭০) রবিউল হাসান (২০) কাজল (৫০) মিলন (২৫) আরিফ ২০) এদের মধ্যে চারজনের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এই বিষয়ে জানতে চাইলে রুনা ও পারভীন জানান একই গ্রামের সাবেক মেম্বার কবির হোসেনর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের । এরই জের ধরে কবির মেম্বার ও তার ছেলেরদের সাথে নিয়ে জায়গা দখলের চেষ্টা চালালে তাদের বাধা দিলে তারদের মা –বাবাকে মারধর করে এক পর্যায়ে ধারালো দা দিয়ে তাদের প্রতি তাদের ও পরিবারের লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কবির মেম্বারকে আটক করে। এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার সাব-ইনপেক্টর ওমর ফারুক জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে জমি-জমা বিরোধের জের ও মারামারি সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান । আসামী পক্ষের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি ।