২৬ জুলাই শুক্রবার দাউদকান্দি উপজেলার নৈয়াইর শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে দাউদকান্দি উপজেলা জাগো হিন্দু পরিষদের উদ্যোগে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি উপজেলার সভাপতি সৃজন পোদ্দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দির উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা ও বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ সমিত রঞ্জন দাস, গজারিয়ার বাউশিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার সাহা, মনিংসান কিন্টার গার্টেনের পরিচালক উৎপলেন্দু দাস, গৌরীপুর স্বর্নকার সমিতির সভাপতি শ্যামল রায়, স্বর্ন ব্যবসায়ী রিপন দেবনাথ, জাগো হিন্দু পরিষদের সহ-সভাপতি অসীম সরকার, সাধারণ সম্পাদকনারায়ণ বনিক, সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি ঘোষ, প্রচার সম্পাদক প্রান্ত সাহা, কোষাধ্যক্ষ সুব্রত আচ্যার্য, দপ্তর সম্পাদক রবি সাহা, গীতা স্কুল পরিচালনা বিষয়ক সময়াদক আশিক দাসসহ অনেকে।