দাউদকান্দি উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সরকার (২৬) মারা গেছেন । ২৫ আগস্ট রবিবার দুপুর ২.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি সর্বশেষ লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে স্থানীয় ছাত্রলীগ সহ রাজনৈতিক নেতা কর্মিদের মাঝে এবং এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সালাউদ্দিন সরকার উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলির পাড় গ্রামের এক উদীয়মান ছাত্র নেতা ছিলেন। ২৬ আগস্ট সোমবার বাদ যোহর গৌরীপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, কুমিল্লা-১ ( দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়ন প্রমূখ।