ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে বিআরটিসি বাস অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫০ হাজার টাকা জরিমানা করছে মোবাইল কোট । ২০ আগষ্ট মঙ্গলবার দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪০ ধারায় দোষী সাব্যস্ত করে বিআরটিসি বাস কাউন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ঈদকে কেন্দ্র করে গত কয়েক দিন যাবত নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছে আসছে যাত্রীবাহী যানবাহনগুলো । এবিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গৌরীপুর বিআরটিসি বাস কাউন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে যাত্রী ভোগান্তি,হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কাউন্টারগুলোতে নজরদারি রাখা হয়েছে।