বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন

দাউদকান্দি গৌরীপুর বাজারে অবস্থিত আনোয়ার প্লাজা লকডাউন

আবু তাহের নয়ন
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৫৪৭ Time View

আজ ৪ জুন বৃহস্পতিবার ,কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের অবস্থিত আনোয়ার প্লাজার কাশেম ফেব্রিক্স এর সত্ত্বাধিকারী আবুল কাশেমের করোনা পজিটিভ হওয়ায় আনোয়ারা প্লাজার নিচতলায় অবস্থিত সকল দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন ।
হয়েছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শর্ত সাপেক্ষে গত ১০ মে মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দেয় প্রশাসন কিন্তু ক্রেতা বিক্রেতা ওই শর্ত মেনে চলতে পারেনি। মার্কেট গুলোতে ছিল না সামাজিক দূরত্ব। মানা হয়নি স্বাস্থ্যবিধি। গত কয়েকদিন ধরে বাজারের দোকান বা শপিংমলগুলোতে মানুষের ঢল নামে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপরতাও তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। গৌরীপুর বাজারের প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, সামাজিক দুরত্ব মানছে না ব্যবসায়ীরা। করোনা-সংক্রমণ ঠেকাতে মানুষে-মানুষে ‘সামাজিক দূরত্ব’ (তিন ফুট দূরত্ব) বজায় রাখার নির্দেশনা দিয়েছে দেশের স্বাস্থ্য বিভাগ। কুমিল্লা দাউকান্দি উপজেলার গৌরীপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বাজারের মুদি দোকান,শপিং বা ফার্মেসীগুলোতে নেই কোন‘সামাজিক দূরত্ব’অনেকেই মানছেন না কোন কিছুই । বাজারে ক্রেতা-বিক্রেতারা প্রায়ই একে অন্যের গা-ঘেঁষে দাঁড়াচ্ছেন। হাঁচি-কাশির শিষ্টাচার রক্ষা করছে না। এর ফলে করোনা-সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে বাজারের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে,নিত্যপণ্য কিনতে ক্রেতারা ভিড় করছেন । তাদের মাঝখানে ১০ ইঞ্চি জায়গাও ফাঁকা নেই। অনেকেই মাস্ক ব্যবহার করেননি। হাতে গ্লাভসও নেই। দোকানি ও ক্রেতার মাঝখানেও তেমন দূরত্ব রক্ষা করা হয়নি। এছাড়া, ক্রেতা-বিক্রেতাকে যেখানে-সেখানে কফ-থুথু ফেলতে দেখা গেছে।কয়েকজন ক্রেতার সাথে আলাপে জানা গেছে, তারা সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জানেন। কিন্তু কেনাকাটা করতে এসে পরিস্থিতির কারণে ঠিকমতো সেই দূরত্ব রক্ষা করতে পারেন না বলে দাবি করেছেন। আর বিক্রেতারা বলছেন, ক্রেতাদের দূরত্ব বজায় রাখার কথা বলেও তারা কেউ শোনেন না।এই বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন বলেন –সকল পেশাজীবীদের কাছে অনুরোধ আপনারা করোনা ভাইরাস পরীক্ষা করে নিজে ও পরিবারকে ঝুঁকির হাত থেকে রক্ষা করুন । এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে । ঝুঁকিপূর্ণ যে সকল পেশাজীবী আছে তাদের বেশি সর্তক অবস্থান থেকে ক্রয় –বিক্রয় ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্ববান জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231