কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রয়াত আলহাজ্ব আব্দুল লতিফ প্রধানে স্বরণ সভা ও দোয়া মাহফিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।আজ বৃহস্পতিবার গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি,ছমির আলম সরকারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দাউকান্দি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হাশেম সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,কুমিল্লা উত্তর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,আব্দুল ওয়াদুদ সরকার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,থানা যুবলীগের সদস্য মো: ইসমাঈল, ইউনিয়ন যুবলীগের আহ্ববায়ক মমিনুল হক,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি,বশির আহম্মেদ ,ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক মানিক সরকার,কাউসারসহ আরো অনেকে । সিস্ক: আলহাজ্ব আবুল হাশেম সরকার –চেয়ারম্যান –গৌরীপুর ইউনিয়ন পরিষদ। সিস্ক: আব্দুল ওয়াদুদ সরকার- সাধারণ সম্পাদক –গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ । সভায় বক্তারা বলেন, আব্দুল লতিফ প্রধান ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে একজন নিবেদিত মানুষ। পঁচাত্তরে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের দুঃসময়ে তিনি লতা ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরে ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি।