স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার শাখার উদ্যোগে দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন অন্ধকারে ঠেলে দেওয়ার প্রতিবাদে এবং অতিদ্রুত স্কুল মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন ও কর্মসূচি পালন করেন সংগঠনটি ।মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন ও কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিব, ইন্জিনিয়ার আশরাফুল আলম ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার, সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামসহ জেলা ও থানা সংগঠনের দ্বায়িত্বশীল নেতাকর্মীরা। বক্তরা সকল শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খোলার দাবী জানান । তারা বলেন ,প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে মাদরাসা স্কুলে কলেজ বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষকরা ব্যাপক ভূমিকা পালন করলেও তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।