দাউদকান্দির বাণিজ্যিক প্রাণকেন্দ্র গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াই টায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে । খবর পেয়ে দাউদকান্দি, চান্দিনা ও হোমনা ফায়ার সার্ভিসের মোট ৫ টি ইউনিট দীর্ঘ ৪ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ২৩ টি দোকান পুড়ে প্রায় পাচঁ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। রবিবার বিকেলে ২৩ দোকানের প্রতি মালিককে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ সাড়ে ৭ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। এসময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনুছ মিয়া, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জহিরুল হক, গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।