দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস.আর.আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় ঢং ঢং করে বেজে উঠলো কাঙ্ক্ষিত ঘণ্টা । ১২ সেপ্টেম্বর রবিবার দীর্ঘ ১৮ মাস পর শুরু হলো প্রথম দিনের ক্লাস । বিদ্যালয়ের প্রধান গেট দিয়ে মাস্ক পরে প্রবেশ করে শিক্ষার্থীরা ।
বিদ্যালয় কর্তৃপক্ষ ইনফারেড থার্মমিটার দিয়ে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ ও হ্যান্ড স্যানিটাইজের ব্যবস্থা করেন । অন্যান্য সময়ের মত একে অপরের কাঁধে হাত অথবা কোলাকুলির দৃশ্য না থাকলেও শিক্ষার্থীদের চোখে মুখে ছিল অন্য রকম এক আনন্দ অনুভূতির ছোয়া। তাদের প্রিয় বিদ্যালয়ে প্রবেশ করে আনন্দ-উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা।
র্দীঘদিন পর খোলার কারণে বেলুনসহ নানা উপকরণ দিয়ে সাজানো হয়ছে বিদ্যালয় প্রাঙ্গন। শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে চকলেট । কুশল বিনিময়সহ আনন্দানুষ্ঠান। দীর্ঘ ৫৪২ দিন আজ থেকে দেশের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে, তাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গন যেন পদচারনায় ছিলো মুখরিত। শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রায় দেড় বছর পর চিরচেনা ইউনিফর্ম পড়ে এসেছেন শিক্ষার্থীরা। এ যেন দীর্ঘ বন্দিজীবন থেকে মুক্তির আনন্দ! দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা এমনটিই জানান দিচ্ছে। প্রায় দেড় বছর পর স্কুল কলেজের আঙিনায় পা রেখে শিক্ষার্থীদের যেন বাধভাঙ্গা উচ্ছ্বাস। ছিলো স্বাস্থ্য বিধির সকল নিয়মকানুন; এরপরেও নানা আনুষ্ঠানিকতায় উৎসবের আমেজে শিক্ষার্থীদের বরণ করে এই প্রতিষ্ঠানটি ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রোটারিয়ান শাহীন আহম্মেদ চৌধুরী বলেন অনেকদিন পর বিদ্যালয় খোলাতে শিক্ষক, ছাত্র ও অভিভাবকরা দারুন খুশি । আল্লাহ তালার শোকরিয়া জ্ঞাপন করেন। শিক্ষার কথা চিন্তা করে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি ।