২৮ সেপ্টেম্বর শনিবার দাউদকান্দি উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল আলম ভুইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সদস্য সচিব জসিম উদ্দিন আহমেদ। সম্মেলনে প্রস্ততি কমিটির সকল সদস্য, প্রার্থী ,দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে দাউদকান্দি উপজেলা বিএনপি’র নতুন কমিটির সুপার সিক্স নেতার নাম ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেঁধে দেয়া হয়। দাউদকান্দি উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সুপার সিক্স নেতারা হচ্ছে, সভাপতি একেএম শামছুল হক, সিনিয়র সহ-সভাপতি মো.হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো: আবুল হাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন তালুকদার ও আরিফ মাহামুদ।