দাউদকান্দি উপজেলা প্রশাসন উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ২৩ মার্চ সোমবার উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫হাজার হ্যান্ড স্যানিটাইজার ১২ টি বড় স্প্রেয়ার এবং ৫০০ হ্যান্ডস পেয়ার বিতরণ করেন। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদনগর ট্রমা হাসপাতালে ডিসইনফেক্টেন্ট করার মিক্সচার সহ স্প্রে মেশিন সরবরাহ করেন। অপরদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চিকিৎসক, নার্স ও অন্যন্য স্টাফদের মাঝে মাস্ক প্রদান করা হয়। একই সাথে হাসপাতাল ক্যাম্পাসে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো: রকিব উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।