দাউদকান্দি উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আহসান আলীর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে তাকে অপসারণের দাবিতে উপজেলা প্রকৌশলী অফিসে তালা লাগিয়েছে স্থানীয় ঠিকাদারগণ। বৃহস্পতিবার দাউদকান্দি ঠিকাদারগণ টাকার বিনিময়ে ফাইল স্বাক্ষর ও টানা দুর্নীতির অভিযোগ এনে প্রকৌশলীর অফিস তালাবদ্ধ করে দেন। দ্রুত তাকে অপসারণ করা না হলে আগামী রবিবার থেকে আন্দোলনের ঘোষণা দেন ঠিকাদারগণ। ঠিকাদাররা অভিযোগ করেন, কাজ সঠিকভাবে করার পরেও কমিশন না দেয়ায় ফাইল আটকে রাখা হয় দিনের পর দিন। এতে এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। তাই ইঞ্জিনিয়ার আহসান আলীকে অপসারনের দাবিতে আমরা মাঠে নেমেছি। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলার ঠিকাদার- কাইফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার ফারুক, মো. আক্তার হোসেন, মাহিন এন্টারপ্রাইজের মো. লিয়াকত আলী, মেসাস লিবার্টি ট্রেডার্স এর নাফিস, মইন এন্টারপ্রাইজের মোহাম্মদ মঈন চৌধুরী, আকাশ এন্টারপ্রাইজের মরিমল, মাহাবুব এন্টারপ্রাইজের রবিউল সরকার বাবু, আলিফ এন্টারপ্রাইজের মো. আল-আমিনসহ অন্যান্যরা। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অফিস তালাবদ্ধ করে ফিরে আসেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত প্রকৌশলী আহসান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।