নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল ( অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ অবাধ ও আইনানুগ করার জন্য নির্বাচন কমিশনের প্রস্ততি রয়েছে। দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের কথা জানান তিনি। নির্বাচন নিয়ে প্রার্থীদের মাঝে সৌহদ্যতায় সন্তোষ প্রকাশ করেন শাহাদাত হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যবে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল ( অব.) শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার, কুমিল্লা বর্ডার গার্ড ব্যাটালিয়ান (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী, কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহা: জাহাঙ্গীর হোসেন ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।
উল্লেখ্য চলতি মাসের ২০ অক্টোবর দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান পদে আ’ লীগ থেকে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং বিএনপি থেকে মো: সাইফুল আলম ভূঁইয়া প্রতিদ্বন্দ্বীতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ধানের শীষ প্রতীকে তিনটি পদে বিএনপি প্রার্থী মনোনয়ন দিলেও আ’লীগ থেকে ভাইস চেয়ারম্যান পদে দলীয় কোনো মনোনয়ন দেয়া হয়নি।
এবার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৫০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন। মোট ১০২ টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।