দাউদকান্দি উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সরকারের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২০ সেপ্টেম্বর শুক্রবার দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের আয়োজনে গৌরীপুর বাজারে এ শোকসভা করা হয় । উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইঞ্জি. আব্দুস সালাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া সরকার প্রমূখ । শোকসভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।