রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার নবরূপে সংস্কারকৃত ভবন উদ্বোধন

বিল্লাল মোল্লা
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৫৫ Time View

আজ ২৭ শে আগস্ট দুপুর একটার সময় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ক্রীড়া সংস্থার নবরূপে সংস্কারকৃত ভবন উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়া এমপি। তিনি বলেন খেলাধুলায় যুবসমাজকে মরণব্যাধি মাদক থেকে দূরে রাখে এবং শরীর চর্চায় খেলাধুলা ও অনন্য ভূমিকা রাখে। আজকের তরুণ তোমরা খেয়াল রাখবে তোমরা যেন কখনো খেলাধুলা থেকে পিছিয়ে না পড়ো, খেলাধুলা একটি শরীরচর্চার জন্য অত্যন্ত কার্যকরী একটি দিক। সারা পৃথিবী আজকে মাদকের ছোবলে এই মরণব্যাধি মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে তাই আপনাদের ছেলেমেয়েদেরকে সজাগ দৃষ্টিতে রাখবেন। মাদকের নেশায় কখনো ও যেন নিজেকে না জড়ায়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে উপজেলা চত্বরে একটি রেলি বাহির করা হয়। দাউদকান্দি উপজেলার ক্রীড়াসংস্থার নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ বিল্লালুর রশিদ দোলন। তিনি বলেন আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পিত করা হয়েছে আমি তা অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করিব। এর জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া সাহেবকে, সেই সাথে আরো ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান সাহেব। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বাসুদেব, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ রকিবউদ্দিন রকিব, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জৈবুন নেছা, সাধারণ সম্পাদক লায়লা আক্তার, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইসলাম, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231