দাউদকান্দি ইলিয়টগঞ্জে জাতীয় ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি বাদল রায়ের স্বরণে ফেনী ফুটবল একাদশ বনাম ইলিয়টগঞ্জ ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী ফুটবল একাদশ ২ গোল স্বাগত ইলিয়টগঞ্জ ফুটবল একাদশ ২ গোলে করে, ম্যাচ গড়ায় ড্রয়ের দিকে। নিধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় দুই দলকে বিজয়ী গোষনা করেন, খেলার টিম ম্যানাজার।
শনিবার বিকেলে দাউদকান্দি ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ^নাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে, নিয়মিত খেলাধুলা করি , মাদক মুক্ত দেশ গড়ি, এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ এর আয়োজনে খেলায় উপস্থিত ছিলেন , ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলার কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ মিয়াজী, দাউদকান্দি মহিলালীগের সম্পাদিকা জেবুন নেসা জেবু, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সোহেল মুন্সি, মনির হোসেন, রফেজা বেগম, জুনাব আলীসহ আরো অনেকে ।