কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর ট্রমাকে আইসোলেশন সেন্টার হিসেবে ন্যস্ত করা হয়েছে । করোন ভাইরাস আক্রান্ত রোগীদের সেবার জন্য এ ট্রমা সেন্টারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইসোলেশন সেন্টার ঘোষণা করেন। আইসোলেশনের জন্য ১০ বেড, ১০ ডাক্তার ও ১৪ নার্স প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকের জন্য পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাবস সহ প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হয়েছে।
এদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত উদ্যোগে সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুদ আলমের তদারকিতে হাসপাতাল ক্যাম্পাস সৌন্দর্য্য বর্ধণে কাজ করা হয়েছে। আইসোলেশন সেন্টারে করোনা ভাইরাস সচেতনতায় বিভিন্ন ফাস্টুন ও ব্যানার টাঙ্গানোর পাশাপাশি নানান রং-এ ফুল গাছে সজ্জিত করা হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন বলেন, আইসোলেশনে চিকিৎসক ও নার্সদের সুরক্ষা পিপিই প্রদান এবং প্রস্তুত রাখা হয়েছে রোগীর যাবতীয় সুযোগ-সুবিধা। তবে দাউদকান্দিতে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস প্রতিরোধে দাউদকান্দি উপজেলা প্রশাসন জনসচেতনতামূলক প্রচার প্রচারণা অব্যবহ রেখেছেন।