দাউদকান্দি উপজেলার শহীদনগর বাজারে রবিবার রাত আড়াই টায় অগ্নিকান্ডে ৭/৮ টি দোকান পুড়ে যায়। আগুনে মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দোকান মালিকরা জানান। সংবাদ পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।