দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মালিখিল এর উপ-নির্বাচনে মোরগ প্রতীক প্রার্থী মোঃ মাঈন উদ্দিন বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তাজুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪৭২ ভোট এবং ফুটবল প্রতীকে মোঃ শেখ মনির পেয়েছেন ৪৯ ভোট। দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার এ তথ্য নিশ্চিত করেন। বুধবার মালিখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৬টি বুথে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্ষন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১৮৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬৪ এবং মহিলা ভোটার ৯১২ জন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর প্রায় ৭০জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করায় কোনো রকম হট্টগোল ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আল-আমীন ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ সামছুল আলম সহ ছয়জন। নির্বাচনে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, মালিখিল ওর্য়াড মেম্বার আঃ আউয়াল ভূঁইয়া মারা গেলে ওই শূন্য আসনে উপ-নির্বাচন ঘোষণা করেন কমিশন।