সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

দাউদকান্দির বেনহাটা লোকনাথ সেবাসংঘের উদ্যোগে কার্তিকমাসের রাখের প্রদীপ প্রজ্জ্বলন

লিটন সরকার বাদল
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৮১৯ Time View

 ১০ নভেম্বর মঙ্গল দাউদকান্দি উপজেলার বেনহাটা গ্রামের সুনীল দাসের বাড়িতে বেনহাটা লোকনাথ সেবাসংঘের আয়োজনে কার্তিকব্রত রাখের ব্রত ও প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর অনুসারীদের ‘রাখের উপবাস’ পালন করে, বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে হিন্দু সম্প্রদায়ের লোকনাথের অনুসারী ও ভক্তরা ‘রাখের উপবাস’ পালন করে আসছে। ১৫ কার্তিকের পর মাসের বাকি সময়ের প্রতি শনি ও মঙ্গলবার তারা এ ব্রত প্রদীপ প্রজ্জ্বলেন অনুষ্ঠান পালন করেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে গিয়ে দেখা যায়, কয়েকশ নারী-পুরুষ প্রদীপ, ধুপ, ফল, ফুল সামনে নিয়ে একাগ্রচিত্তে লোকনাথের আরাধনায় নিমগ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231