কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এ্যান্ড কলেজের কয়েকটি ক্লাস কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ করেছে উপজেলা প্রশাসন।১৭ সেপ্টেম্বর মঙ্গলবার স্কুল শাখার অভিভাবক সমাবেশ আহবান করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন বিষয়ে অভিভাবক সমাবেশের সময় নির্ধারন করা হয় দুপুর একটা থেকে দেড়টায়।এর আগেই ১১ টা থেকে ১২ টার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও স্নায়ুর চাপ সৃষ্টি হলে এক দুইজন করে প্রায় ২০ ছাত্রী অসুস্থ হয়ে পরে। অসুস্থদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে চিকিৎসা সেবা দেয়া হয় এবং ২ জনকে ভর্তি করা হয়। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ জালাল হোসেন জানান, সবাই সুস্থ আছে এবং বাড়ী চলে গেছে। এদিকে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান অসুস্থদের দেখতে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান এবং তাদের খোঁজখবর নেন। এদিকে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও আতষ্ক দূর করতে বুধ ও বৃহস্পতিবার প্রতিষ্ঠানের দশম শ্রেণির ক্লাস বন্ধ রাখা হয়েছে। এলাকায় এমন গুজব উঠেছে প্রতিষ্ঠানে ভুতের আছর থেকে শিক্ষার্থী অসুস্থ হয়েছে। গুজবে কান না দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ জালাল হোসেন শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানিয়েছেন।