দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: ওবায়দুল হক সরকারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৩ আগষ্ট ১৯ ইং শুক্রবার দাউদকান্দি উপজেলার কাদিয়ার ভাঙ্গা নিজ বাড়িতে প্রথম জানাজা ও দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কে ২য় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। ২২ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ মেয়েসহ বহু গুনগাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন। জানাজায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন আহম্মেদ, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিহির উল্লাহ। এদিকে তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের গর্ভনিংবডির চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন প্রমূখ।