সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

দাউদকান্দির প্রখ্যাত ভাষা সংগ্রামী ডাঃ এবিএম মেহেরউল্লাহ’র পরলোকগমন

মো: আবু তাহের নয়ন
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩৮৮ Time View

প্রখ্যাত ভাষা সংগ্রামী ডাঃ এবিএম মেহেরউল্লাহ (৯০)পরলোকগমন করেছেন। (ইন্না- নিল্লাহি-ওয়া-ইন্নাল্লি্ল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চশই গ্রামের এই প্রবীণ ভাষা সংগ্রামী, বিশিষ্ট সমাজসেবক ও সর্বজন শ্রদ্ধেয় ডাঃ এবিএম মেহেরউল্লাহ, তিনি একজন ভাষা অান্দোলনের সক্রিয় যোদ্ধা ছিলেন। সমাজ উন্নয়নের তার ছিলো ব্যাপক অবদান। বাংলা ভাষা ও শুদ্ধ বাংলা ভাষায় কথপোকথন, লিখন এবং এর প্রচলনের বিশেষ অবদানের কথা অাজীবন জাতি মনে রাখবে৷ এই মহান ব্যক্তিটি ছিলেন ইসলামি ব্যক্তিত্বের অধিকারী। তার মৃত্যুতে জাতি হারালো একজন অভিভাবক। দাউদকান্দির প্রতিটি মানুষের ভালোবাসায় অশ্রু নয়নে তার চির – বিদায়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231