বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন

দাউদকান্দির নারানদিয়া গ্রামে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

লিটন সরকার বাদল
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ১০৫৫ Time View

৬ মে বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের নারান্দিয়া গ্রামবাসীর উদ্যোগে করোনা ভাইরাসের এই চলমান পরিস্তিতে দুস্থ ,অসহায় ও শ্রমজীবী মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন নারানদিয়া গ্রামবাসী । পাঁচ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণের সকল কার্যক্রম এর মুল আয়োজক ছিলেন দাউদকান্দি উপজেলার সাংগঠনিক সম্পাদক মো: জাকির নেওয়াজ সোহেল ।সার্বিক সহযোগিতায় ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক সামিম মোল্লা,সোলেমান প্রধান, মহসিন সিকদার,ইটালী প্রবাসী মুরাদ হোসেন ব্যাপারী । নারানদিয়া গ্রামবাসী ও প্রবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে । দেশের চলমান করোনা ভাইরাসের এই সময়ে একে অপরের পাশে থাকার বন্ধন সৃষ্টি হয়েছে এই ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে । ত্রাণ বিতরণের প্রধান আয়োজক দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির নেওয়াজ সোহেল বলেন নারানদিয়া গ্রামের শ্রমজীবী,দুস্থ ও অসহাদের দু:খের সাথী হতে পেরে আমরা আনন্দিত । বিপদে একে অপরের পাশে থাকার যে মূল্যবোধ্যকে জাগ্রত তা কিন্তু থেমে যায়নি ।ত্রাণ বিতরণে সকলের সার্বিক সহযোগিতা দেখে সত্যই আমি মুগ্ধ । আমরা যে কতটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ তা হয়তো এর মধ্যেই প্রতিমান হয়েছে । নারানদিয়া প্রবাসীদের আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ত্রাণ সামগ্রী কার্যক্রমে সাথে থাকায় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231