৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-আমিরাবাদ–কচুয়া সড়কে দোঘর এলাকায় আকস্মিকভাবে একটি বড় কড়ই গাছ ডালা ভেঙ্গে সড়কের উপর পড়ে। এর ফলে ওই সড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ট্রাক চালক মোঃ ইউনুছ রানা বলেন, গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ কড়ই গাছের একটি বড় ডালা ভেঙ্গে সড়কের উপরে পড়ে। ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তালা রক্ষা করেছে। তানাহলে প্রাণহানির ঘটনা হতো। পরে স্থানীয়রা গাছের ডালা কেটে সড়িয়ে নেয়ার পর বেলা সাড়ে ১১টায় যান চলাচল শুরু হয়। যানবাহন চালকরা জানান, সড়কের দুপাশে বিভিন্ন স্থানে বড় বড় গাছের ডালা থাকার কারণে প্রতিনিয়নত হচ্ছে দূর্ঘটনা,তাছাড়া এই সুবিশাল ডালা-পালা থাকার ফলে সামান্য বৃষ্টিতে গাছের ডাল পড়ে জ্যাম সৃষ্টি হতে দেখা যায়। যদি এই সড়কের গাছের পরিচর্যা ও ডালা পরিচ্ছন্ন না করা হয় তাহলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা হওয়ার হতে পারে। যাত্রীরা বলেন, সড়কের উপর গাছের ডালা ভেঙ্গে পড়ার চাকুরিজীবী, শিক্ষার্থী ও হাসপাতলে আগত রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে । দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।