করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় সাধারণ রোগীদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চত করতে এবং গণসচেতনতা তৈরির লক্ষে দাউদকান্দির গৌরীপুর প্রাইভেট হসপিটালগুলোতে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন। ২ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে উপজেলার গৌরীপুরের প্রাইভেট হসপিটালে পরিদর্শন করেন । পরে তিনি করোনা ভাইরাস নিয়ে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূল তথ্য পরিবেশন না করা, গুজব না রটানো, আতংক সৃষ্টি না করা, বিনা প্রয়োজনে বাসাবাড়ি হতে বের না হওয়া, হাট বাজারে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাট ব্যতিত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক, হাতে গ্লোবস ব্যবহার করা, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করাসহ সরকারের জারিকৃত নির্দেশনা মেনে চলার আহবান জানান বাজারের ব্যবসায়ীদের ।