দাউদকান্দির গৌরীপুর গ্রীণ ল্যাব হসপিটালের অপারেশন থিয়েটার এবং গৌরীপুর দেশ হসপিটালের অফিস কক্ষ লকডাউন ঘোষণা করা হয়েছে। ১০ জুন বুধবার গ্রীণ ল্যাব হসপিটালের দুই চিকিৎসক-নার্স স্টাফসহ ৫ জন এবং দেশ হসপিটালের ২ জন পরিচালককে হোমকোয়ারেন্টনে থাকার নির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনুর আলম সুমন। করোনা আক্রান্ত ব্যক্তি পরিবারের সদস্যদের সংস্পর্শে যাওয়ায় এবং হসপিটালে প্রবেশ করায় এই দুটি হাসপাতাল আংশিক লকডাউন ঘোষণা করা হয়। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মো: হানিফ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এদিকে দাউদকান্দিতে নতুন করে আরো দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো: ইয়াছিন এবং দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন এমটিইপিআই মো: তাজুল ইসলাম।