সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন

দাউদকান্দির গৌরীপুরে ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

আলমগীর হোসেন
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৬১০ Time View

দাউদকান্দির গৌরীপুর বাজারে উদ্বোধন করা হলো ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার । মেলার শুভ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে ফিতা কেটে ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্যি মেলার উদ্বোধন করেন তিনি । অনুষ্ঠানের সভা মঞ্চে গেলে মেলা কমিটির লোকজন তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময় তিনি বলেন, মেলার নামে জুয়া সহ্য করা হবে না । আগত ক্রেতা বিক্রেতার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকার জন্য আহবান জানান তিনি। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন । এসময় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর, গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী, সাধারণ সম্পাদক মো: নোমান মিয়া সরকার, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকার, দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি: আব্দুস সালাম, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, গোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম বুলু, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো: রকিব আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে হস্তশিল্প, কুটির শিল্প, তাঁত ও বাটিক শিল্প সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিপুল সমাহার রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ওয়াটার রাইড, নাগর দোলা ইত্যাদি। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পযর্ন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231