১৫ মে শুক্রবার বিকালে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এসএসসি ২০০১ বন্ধন বাংলাদেশে কুমিল্লা জোনের এর উদ্যোগে
সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতারের আগে দুস্থ ও গৌরীপুর বাজারের রিস্কা,সিএনজি,অটো চালকদের হাতে ইফতার সামগ্রী বিতরণ করা হয় । এ সময় এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশ এর কুমিল্লা জোনের দ্বায়িত্বশীলরা বলেন , প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে ‘এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশ কাজ করে যাচ্ছে । দেশের এ ক্রান্তিলগ্নে আমরা
• এএলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি । তারা বলেন, দেশের তথা বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের অবস্থা শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কাজ না থাকার কারণে দু’বেলা দু’মুঠো খাবার খাওয়া তথা ইফতার করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সকলের উচিত এ সংগঠন ,সংস্থা বা ব্যক্তিগত ভাবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।এই সময় উপস্থিত ছিলেন সূচনা ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ তিনি বলেন , এই মুহুর্তে এই কাজটি সবচেয়ে ভালো কাজ। ইফতার সামগ্রী বিতরণকালে এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশ এর সদস্য ও দ্বায়িত্বশীলবৃন্ধ ।