করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা জেলা জুড়ে লকডাউন চলছে। অপ্রয়োজনীয় চলাফেরায় নিষেধাজ্ঞা বেশ কিছুদিন ধরেই। দোকানপাটের ক্ষেত্রেও রয়েছে বিশেষ নির্দেশনা। জনসমাগম হয় এমন কর্মসূচিও নিষিদ্ধ। এরই মধ্যে এবার দাউদকান্দি উপজেলায় অভ্যন্তরীণ সব রুটে সব প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। ২০ এপ্রিল সোমবার দাউদকান্দি গোমতী নদীতে নৌপথের লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে নামেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী । এসময় তিনি বলেন, যারা অপ্রয়োজনীভাবে নদী পারাপার হয়ে বাজার ঘাটে অবস্থান করবেন তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । সর্তক ও সচেতন না হলে তিনি নৌকা জব্দ করতে দাউদকান্দি মডেল থানাকে নিদের্শ প্রদান করেন। করোনাভাইরাসের সংক্রমণ ও ঝুঁকি এড়াতে জেলার মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে যাত্রীবাহী লঞ্চ, আন্তজেলা বাস, দূরপাল্লার-স্বল্পপাল্লার গণপরিবহন, সব প্রকার অটোরিকশা, অটোবাইক ও ইজিবাইক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া অহেতুকভাবে যদি কেউ ইঞ্জিন চালিত নৌকায় যাতায়াত করে তাদের ব্যাপারে কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিদের্শ প্রদান করেন তিনি। এসময় দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি মডেল থানার এএসআই আমির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আল-আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা বাবু সরকার উপস্থিত ছিলেন।