শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন

দাউদকান্দির ক্বারী কেরামত আলী আওলিয়ার ৬৪তম ওরশ শরীফ

আলমগীর হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৯ Time View

২১ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানড়ায় প্রতিবছর ন্যায় এবারও হযরত ক্বারী কেরামত আলী আওলিয়া ক্বেবলা কাবা কানড়ী এর ৬৪তম ওরশ শরীফ পালিত হচ্ছে। ওরশ শরীফ উপলক্ষ্যে প্রতিবারের মতো তিনদিনের কমসূচী হাতে নিয়েছে ওরশ বাস্তবায়ন কমিটি। এলাকা ভক্তদের আয়োজন ও ব্যবস্থাপনায় ক্বারী কেরামত আলী আওলিয়া ক্বেবলা কাবা কানড়ী এর ওরশটি প্রতি বছর পরিচালিত হয়ে আসছে। তিনদিন ব্যাপী ওরশ শরীফের মূল ওরশটি আজ বৃহস্পতিবার। ওরশ শরীফে প্রতিদিন বাদ আছর হতে সারা রাত পযর্ন্ত বিশেষ কমসূচী পালন হবে। কমসূচীর মধ্যে রয়েছে নাতে মোস্তাফা পরিবেশন, মিলাদ মাহফিল, আলোচনা সভা, জিকির ও বিশেষ মোনাজাত। প্রতি বছর এ ওরশ শরীফে বাংলাদেশের ভিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত অংশগ্রহণ করেন। ওরশে আগত আশেক, ভক্ত, মুরিদান, জায়েরীনদের সার্বিক নিরাপত্তায় ওরশ কমিটির বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। বিভিন্ন স্থানে প্রয়োজনীয় গাড়ি পার্কিংসহ মেহমানদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকা, সময়মতো নামাজ আদায় করার সু ব্যবস্থা রাখা হয়েছে। ওরশ শরীফকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231