দাউদকান্দি উপজেলার ধনেশ্বর গ্রামে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টায় মো: নূরনবী (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ । ৬ বছরের শিশুকন্যাকে চকলেটের লোভ দেখিয়ে তার নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির আত্মচিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষণকারী শিশুটিকে তার নিজ ঘরে ফেলে দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় শিশুটিকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করার পর ৩ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ধর্ষণের চেষ্টায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম আজম তথ্যপ্রযুক্তির মাধ্যমে ৭ ডিসেম্বর মামলার পলাতক আসামি দাউদকান্দি উপজেলার ধনেশ্বর গ্রামের মতিন মিয়া পাটওয়ারীর ছেলে মোঃ নুরনবীকে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একটি গ্রামের বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করে।