ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চারটি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। শুক্রবার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর এএসএম গোলাম আজম ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বাসে তল্লাশী করে যাত্রী নূর মোহাম্মদ (২৯) এর দুই পায়ে বিশেষ কায়দায় কালো রাবার দিয়ে মুড়ানো দুটি করে মোট ৪ টি স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, অবৈধভাবে বাংলাদেশে কর শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অপরের সহযোগিতায় বিদেশ হইতে স্বর্ণের বার দেশে এনে বিক্রয় উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। প্রতিটি স্বর্ণ বারের ওজন ১০ ভরি করে মোট ৪০ ভরি।যার আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার নজরের টিলা গ্রামের হারুনুর রশিদের ছেলে নূর মোহাম্মদ। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করে আসামিকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।