দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়ন দেশের আর্থসামাজিক উন্নয়নে কৃষি কাজের ক্ষেত্রে অবদান রেখে চলছে । তবে এই ইউনিয়নের গয়েশপুর,হামির্দ্দী,শিবপুর গ্রামের কৃষকদের দীর্ঘ দিনের দাবি ছিলো যেন ফসলি জমি উৎপাদনে সরকারি উদ্যোগে ফসলি জমি ও ফসল সংরক্ষণে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। বুধবার দুপুরে সুন্দলপুর ইউনিয়নে পানি নিষ্কাশনের নালা কেটে ফসলি জমি উৎপাদনের সু-ব্যবস্থা করে দিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। এসময় সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুদ আলম, ইউপি সদস্য, কৃষকগণ উপস্থিত ছিলেন। জানা যায়, ১৫ বছর ধরে সুন্দলপুর ইউনিয়নের এই গ্রামের ফসলি জমির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায়, অতিবৃষ্টি ফলে এবং মৌসুমি ফসলের সময়ে পানি ব্যবস্থা না থাকায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতো। তাই কৃষকদের একটি দাবি ছিলো কৃষক ও ফসলি জমির স্বার্থে এই ইউনিয়নে নালা কাটার ব্যবস্থা করা । এ ব্যাপারে জানতে চাইলে সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদ আলম বলেন, কৃষকদের স্বার্থে এমন একটি উদ্যোগ নেওয়া আমি দারুন খুশি। এখন থেকে কৃষকরা ফসলি জমি উৎপাদনে উৎসাহিত হবে। উপজেলা নির্বাহী অফিসারের এমন একটি মহৎ উদ্যেগে কৃষকরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান ,সত্যিই আজ আমরা আনন্দিত।