কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর পূর্তি উপলক্ষে একই স্থানে দুই পক্ষের সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ২৭ জুলাই শনিবার সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত দাউদকান্দি পৌর সদরে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই স্থানে একই সময়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সভা আয়োজন করায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ সেলিম শেখ বলেন, একই স্থানে একই সময়ে বাংলাদেশ আওয়ামীলীগের দুই পক্ষের সভা কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা, দাঙ্গা, হাঙ্গামাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা থাকায় শনিবার সকাল ৮ টা থেকে রাত ১২ পর্যন্ত দাউদকান্দি পৌর এলাকায় যে কোন প্রকার জমায়েত- সভা- সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় উক্ত স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ।