মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন

দাউদকান্দিতে ১৪৪ ধারা জারি।। ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন

লিটন সরকার বাদল
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৫০২ Time View

দাউদকান্দিতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একই স্থানে দুই পক্ষ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ২৭ জুলাই শনিবার সকাল ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত দাউদকান্দি পৌর সদরে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শুক্রবার রাতে পুলিশ মাইকিং করে তা জনসাধারণকে অবহিত করেন। এদিকে শনিবার সকাল থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবকলীগের রজত জয়ন্তী পালনকে কেন্দ্র করে স্থানীয় দু’টি পক্ষ একই স্থানে সভা ডাকায় দুই পক্ষের চরম উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনা যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে এমন আশংকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231