হোম কোয়ারান্টাইন না মানায় দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামের কাতার থেকে আসা মোস্তাক ভূঁইয়ার ছেলে নুর উদ্দিনকে (নুর ইসলাম) মোবাইল কোর্ট ১০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার রাত ৮ টায় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ এ জরিমানা আদায় করেন। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, রেপিড রেসপন্স টিমের সদস্য মো: শেখ ফরিদ, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।