দাউদকান্দিতে দুই স্বাস্থ্যকর্মী, দুই ব্যাংক কর্মকর্তা, পল্লীবিদ্যুতের এক কর্মকর্তাসহ নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১৫ জুন সোমবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা হলেন দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও এম টি ল্যাব, দাউদকান্দি ইসলামী ব্যাংকের একজন, দাউদকান্দি সোনালী ব্যাংকের একজন, গৌরীপুর পল্লী বিদ্যুতের একজন, বারপাড়া ইউনিয়নের একজন এবং দাউদকান্দি পৌরসভায় একজন। আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ একজন মহিলা রয়েছেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনুর আলম সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজের অজান্তে অন্যের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। এই নিয়ে দাউদকান্দিতে সর্ব মোট ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৯ জন সুস্থ হয়েছেন।