কুমিল্লার দাউদকান্দিতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছে । উপজেলার মারুফা ইউনিয়নের স্বপাড়া গ্রামের সৌদিআরব প্রবাসী মোঃ আমির হোসেনের স্ত্রী ৪ সন্তানের জননী সাহানারা বেগম (৪৫) স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কোরবানি ঈদের কয়েকদিন পূর্বে সৌদিআরব থেকে ছুটিতে আসেন আমির হোসেন। স্বামী ও সন্তানের সাথে পারিবারিক কারণ থেকে অভিমান করে দুইদিন আগে বিল্ডিং এর নিজ রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিতে চেয়েছিলো। এই ঘটনাকে কেন্দ্র করে ৩১ আগষ্ট শনিবার রাত ৯ টার দিকে বিষ পান করেন । তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । রবিবার দাউদকান্দি মডেল থানার এস.আই সুজন দত্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচাজ মোঃ রফিকুল ইসলাম বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।