কুমিল্লা্র দাউদকান্দি উপজেলায় সীমিত আকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে রেকর্ডকৃত জাতীয় সংগীত পরিবেশনের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান । এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, রাজনীতি ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । অপরদিকে স্বাধীনতা দিবসে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন করা হয় । এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন । উল্লেখ্য যে কোরনা ভাইরাসের কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা ভাইরাস ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ সীমিত আকারে অনুষ্ঠান পালন করার কথা বলা হয়েছে ।