দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে মো: সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ীকে মাইক্রোযোগে তুলে নিয়ে গেছে।
ভিকটিমের বড় ভাই মো: জহিরুল ইসলাম জানান,২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে গৌরীপুর বাসষ্ট্যান্ডের মতলব রোডের সামনে থেকে কালো রংয়ের টিআরএক্স গাড়ীযোগে সাদা পোশাকে চার জন লোক হাতে পিস্তল ও ওয়াকিটকি নিয়ে আমার ছোট ভাই মো: সাইফুল ইসলামকে জোর পূর্বক হাতে হেন্ডক্যাপ পড়িয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে আমরা দাউদকান্দি মডেল থানা, কুমিল্লা ডিবি পুলিশ ও র্র্যাব ১১, সিপিসি-২ সহ বিভিন্ন থানায় খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাইনি।
অবশেষে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। যার জিডি নং- ১২৫৮। সাইফুল ইসলামের গৌরীপুর বাসষ্ট্যান্ডে সর মলাই কনফেনশনারী ব্যবসা রয়েছে।