দাউদকান্দির গৌরীপুর পেন্নাই এলাকায় সা,আদ সমর্থিতদের ইজতেমা বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দাউদকান্দি পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা নামে ব্যানারে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে দাউদকান্দি, মেঘনা, তিতাস, হোমনা, মুরাদনগর উপজেলা থেকে আসা ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার নেতারা উপস্থিত ছিলেন।
মাওলানা আবু ইউসুফ ও মাওলানা নজরুল ইসলাম বলেন সা,আদ সমর্থিতরা আগামী ২৭-২৯ ফেব্রুয়ারি গৌরীপুর পেন্নাই এলাকায় ইজতেমা করার ঘোষনা দিয়েছেন। এতে তাবলীগের মেহনতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফেতনা সৃষ্টি করবে। যা সঠিক আকিদায় বিশ্বাসি মুসল্লিগণ ও ওলামায়ে কেরামগণ মেনে নিবেন না। তাই এই ইতজেমা বন্ধ করার আহ্বান জানাই। ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের সড়িয়ে নেয়।