দাউদকান্দিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ঘোষ, সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ আশ্চর্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য জেবুন নেছা জেবু, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, মসজিদের ঈমাম এবং পূজা উদযাপনের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই রওশন জামান।
এবার দাউদকান্দি উপজেলার ৪৭ টি মন্ডবে উদযাপিত পূজা।পূজাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।