“লাল-সবুজের প্রচেষ্ঠা সবুজ করবো দেশটা” এ স্লোগানে কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে নৈয়াইর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মুসা অহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, নৈয়াইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোবারক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, সিনিয়র সদস্য আজহার, নাঈম, ফরহাদ ও শাহাদাত প্রমুখ। লাল-সবুজ উন্নয়ন সংঘ দাউদকান্দি উপজেলা শাখার সদস্য ও মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ রায়পুর শাখার শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকায় ক্রয়কৃত এ গাছের চারা বিতরণ করা হয়।