সর্বাত্মক কঠোর লকডাউনের চতুর্থ দিনে দাউদকান্দিতে লকডাউন অমান্য করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহন চলাচল করার কারণে যানবাহন আইনে ১৬ টি মামলায় ৪৮ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানা বলেন, করোনার সংক্রমণরোধে সর্বাত্মক কঠোর লকডাউন ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে দাউদকান্দি উপজেলার বিভিন্ন অংশসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় দায়িত্বকালে আজ সারা দিনে যানবাহন আইনে ১৬ টি মামলায় ৪৮ হাজার ৫০০ জরিমানা করেছি। তিনি আরও বলেন, যেসব যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হয়েছে এসব গাড়ি চালকরা কেনো, কী কারণে গাড়ি নিয়ে বের হয়েছে এর কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি। অন্যথায় যেসব গাড়ি চালক ও যাত্রীরা মহাসড়কে চলাচলের যৌক্তিক কারণ দেখাতে পেরেছে আমার তাদের ছেড়ে দিয়েছি। এএসপি মো: জুয়েল রানা বলেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের দেশে সংক্রিমত হওয়ার কারণে আমরা বর্তমানে বিপদসংকুলে আছি। এমুহূর্তে সকলের সতর্কতা হওয়া উচিত। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনে সরকারি নির্দেশনা মেনে চলুন,আপনি ও আপনার পরিবারকে নিরাপদ রাখতে অকারণে বাহিরে বের হওয়া থেকে বিরত থাকুন। সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন। তিনি আজ রোববার বিকাল সাড়ে ৬ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকায় লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের এসব তথ্য প্রদান করেন। এসময় সাথে ছিলেন, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.শফিউল আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো: নূর আলম, এস.আই জাহাঙ্গীর আলম, এস.আই ফারুক হোসেন ও সার্জেন্ট মুজাহিদুল ইসলাম।