সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের পঞ্চম দিন সফল করতে দাউদকান্দিতে কঠোর অবস্থান নিয়েছেন র্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন স্থানে মাঠে ছিলো র্যাব । সরকারী বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন যানবাহন চালকের কাছে থেকে আর্থিক জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট । উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্টের ।বিনা কারনে রাস্তায় বের হওয়া মানুষ ও গাড়ি তল্লাশির পাশাপাশি করা হচ্ছে জরিমানাও। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতা সৃষ্টি, ক্রেতা বিক্রেতাকে স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ে সতর্ক করাসহ জনসাধারণকে মাঝে মাস্ক পরিধানে বাধ্য করা হচ্ছে । এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপ-সচিব) এস এম শফি কামাল।