একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
একুশের প্রথম প্রহর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান। এরপর দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, দাউদকান্দি প্রেস ক্লাব,আওয়ামী লীগ, বিএনপি, সূচনা কমিউনিটি ডট টিভি ও বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।
পুষ্পস্তবঅর্পনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো: খোরশেদ আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সালেহ্ আহমেদ, দাউদকান্দি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: ফয়েজ আহমেদ, উপজেলা আ’ লীগের সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সূচনা কমিউনিটি ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ প্রমূখ।