দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের নগরপাড় গ্রামে মো: জাহাঙ্গীর আলম ও শাহ আলমের মৎস্য খামারে দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মৎস্য মালিক মো: জাহাঙ্গীর আলম ও শাহ আলম জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত তারা খামার দেখাশোনা করে ঘুমিয়ে পরেন। রবিবার ভোরে মাছ মরে ভেসে উঠার দৃশ্য দেখে তারা হতবিহ্বল হয়ে পরেন। পরে জেলে এনে মরা ও আধমরা মাছ সংগ্রহ করে বিক্রির জন্য বিভিন্ন হাটবাজারে পাঠান। দাউদকান্দি মডেল থানার এসআই মো: মনিরুল ইসলাম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত হিসেবে মাছ ও পানি সংগ্রহ করেন। ক্ষতিগ্রস্ত মো: জাহাঙ্গীর আলম ও শাহ আলম জানান, পাঁচটি পুকুরে চাষের জন্য একটি বিশাল দিঘিতে তারা মাছ গুলো মজুদ রেখেছিলেন। বিষ প্রয়োগের মাধ্যমে তারা প্রায় ২০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। দূর্বৃত্তদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন তারা ।