মুজিববর্ষ উপলক্ষে দাউদকান্দির উত্তর ইউনিয়নের বাহেরচরে জসিম রানা গোল্ডকাপ ক্রিকেট টুনামের্ন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম সরকারের সভাপত্বিতে খেলায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহ্বাজ মো: বশিরুল আলম মিয়াজী ,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোসাম্মৎ পারুল আক্তার,দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক খন্দকার শাহজাহান ,যুগ্ম-আহব্বায়ক বিল্লাল মজুমদার ,দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক ফকরুল সরকার, ইঞ্জিনিয়ার ইকবাল, মো:আব্দুস ছাওয়ার সহ ছাএলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।খেলায় বালুয়াকান্দি একাদশকে হারিয়ে সাতানি একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় আয়োজক ছিলেন সৌদি আবর প্রবাসী জসিম রানা। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।